নারী

নারী

আমরা নারী,

তাই বলে কি মানুষ নই?

যখন তখন দেখাও প্রাণের ভয়।

সারাবিশ্বে আজ অত্যাচারীত নারী,

যেখানে সেখানেই তাদের লাশ পড়ে রয়।

 

অত্যাচারে জর্জর্রিত

কুল রাস্তা ঘাট

নয়তো যেন কোথাও নিথর দেহ

কোথাও রক্তাক্ত মাঠ।

 

আমরা আর ভয় পাবো না,

করবো লড়াই কঠোর হাতে,

নিচু মনের মানুষগুলোর

পতন যেন ঘটে।

Written by –মাইমুনা মাহজাবীন মাইশা

Leave a Reply